প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2025 ইং
নারায়ণগঞ্জে ইভন নামের এক যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইভন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি পেশায় ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। পরিবারের দাবি, চাঁদা নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার ওসমানী স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। পরে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের ভাই মাহিয়ান সাংবাদিকদের জানান, খবর পেয়ে ফতুল্লার ওসমানী স্টেডিয়াম এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি দাবি করেন, ‘আমার ভাই ইন্টারনেট ব্যবসা করতো। শফিকুল, সাইফুল ও বাবু ওরা আপন তিন ভাই এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। ওরা চাঁদাবাজি করতো। গত রমজানের সময় একটি ভবনে চাঁদা নিতে গেলে আমার ভাই (ইভন) তাদের বাধা দেয়। সেখান থেকেই ওদের সঙ্গে পূর্বশত্রুতা। এর জেরে আজ ওরা তিনজনসহ আরও কয়েকজন মিলে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে।’
নিহত ইভন ফতুল্লার বাসিন্দা এম এ আজম বাবুর সন্তান। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তার একটি কন্যাসন্তান রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট